গ্রামপোষ্ট ডেস্ক ,
নীলফামারীতে ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ শ্লোগানে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে । এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় । আজ শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সম্মানিত আলোচকবৃন্দ বাংলাদেশ বিশেষ করে নীলফামারী জেলার পর্যটন বিকাশে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। এসময় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।