গ্রামপোষ্ট ডেস্ক ,
বিশ্ব জলবায়ু ধর্মঘটের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক),নীলফামারী। জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরি সম্মেলনকে সামনে রেখে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর )সকাল সাড়ে দশটায় জেলার চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।
সনাকের চালিকা শক্তি ইয়েস গ্রুপের তরুণ সদস্যরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দায়ী দেশ সমূহের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে বিশ^ব্যাপী অন্দোলনের অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে আয়োজক সংশ্লিষ্ঠরা ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তি বাস্তবায়নে শিল্পোন্নত দেশ সমূহের প্রতিশ্রুতি রক্ষার দাবী জানান। একই সাথে, অংশগ্রহণকারী তরুণরা তাঁদের ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী উপহার দেয়ার জন্য বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানান। খবর বিজ্ঞপ্তি ।