ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার নীলফামারীতে নেপিয়ার ঘাস চাষে লাভবান কৃষক সুপ্রিম কোর্টে রোববার থেকে অবকাশকালীন নতুন সময়সূচী তিস্তার পানিবণ্টন চুক্তির মতপার্থক্য দূর করতে হবে : পিটিআইকে প্রধান উপদেষ্টা নীলফামারীতে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ভারতে বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা কালো তালিকাভুক্ত
দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণ হবে’-নৌ পরিবহন প্রতিমন্ত্রী ।

দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণ হবে’-নৌ পরিবহন প্রতিমন্ত্রী ।

দিনাজপুর প্রতিনিধি ,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৬ কোটি মানুষের সুখ দুঃখ, শ্বাস-প্রশ্বাস অনুভব করেন এমন মন্তব্য করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন প্রধানমন্ত্রী সাধারন মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে থাকে এবং সে অনুযায়ী কার্য সম্পাদন করেন ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) সকালে সাড়ে ১০ টায় ৮১ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরোও বলেন ,বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশরত্ন শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি জাতিসংঘেও দৃঢ়ভাবে বাংলাদেশের সাফল্যের কথাগুলো বিশ্ববাসীকে জানিয়েছেন। এর মধ্য দিয়ে আমরা গর্বিত হয়েছি। এমন একজন প্রধানমন্ত্রী পেয়ে আমরা অহংকার বোধ করি । বাংলাদেশের সকল সেক্টরের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও দৃঢ় চিন্তে অঙ্গিকার করেন । দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণ হবে।’
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক আবুল হাসান, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহেদুল করিম , বোচাগঞ্জ উপজেলা নিবাহী অফিসার মোঃ ফকরুল হাসান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেমন্ত কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, পৌর মেয়র আব্দুস সবুর প্রমুখ।
এরপর প্রতিমন্ত্রী সেতাবগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের নবনির্মিত চারতলা আইসিটি ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেন। দুপুর আড়াই টায়শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বোচাগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ করেন। বিকেল ৪ টায় সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন। খেলায় সেতাবগঞ্জ পৌরসভা ১ গোলে বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিজয়ী খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। সর্বশেষে তিনি বিরল যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনের স্মরনে স্মরণ সভায় যোগদান করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST