ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
ঝালকাঠির রাজাপুর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ ৩৬ পরিবারের সংবাদ সম্মেলন ।

ঝালকাঠির রাজাপুর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ ৩৬ পরিবারের সংবাদ সম্মেলন ।

ঝালকাঠি জেলা প্রতিনিধি ,
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ করেছে উপজেলার ৩৬টি পরিবার। একই সঙ্গে রুবেলের বাবা তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে পরিবারগুলো।

মঙ্গলবার দুপুরে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। রুবেলের বাবা তোফাজ্জেল হোসেনসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করেছেন তারা।

সংবাদ সম্মেলনে ৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কলেজ রোড এলাকার মো. সিদ্দিকুর রহমান। সংবাদ সম্মেলনে ৩৬টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিদ্দিকুর রহমান বলেন, এলাকায় কেউ জমি বিক্রি করলে ছাত্রলীগ সভাপতিকে টাকার ভাগ দিতে হয়। চাঁদার টাকা না দিলে আমাদের ওপর নির্যাতন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আহসান হাবিব রুবেল ছাত্রলীগের সভাপতি হওয়ার পর থেকে নানা অপকর্ম করছেন। বাবার সহায়তায় রাজাপুর সদরের ৩৬টি পরিবারের জমি দখল করেছেন রুবেল। ভুয়া কাগজপত্রের মাধ্যমে মালিকানা দাবি করে প্রথমে মোটা অঙ্কের চাঁদা চান। চাঁদার টাকা না দেয়ায় লোকজন নিয়ে জমি দখল করেছেন তিনি। ওই জমি অন্যদের কাছে বিক্রি করে লাখ লাখ হাতিয়ে নিয়েছেন। এসব কাজে বাধা দিলে মারধরও করা হয় আমাদের। পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি আমরা। জমি দখল করে নেয়ায় ভূমিহীন হয়ে পড়েছি আমরা ৩৬টি পরিবার। অবিলম্বে আমাদের জমি উদ্ধারের দাবি জানাই। সেই সঙ্গে ছাত্রলীগ নেতার বিচার চাই।

জানতে চাইলে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেল বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। যারা অভিযোগ করেছেন তারা একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মনির ইন্ধন দিয়ে রাজনৈতিকভাবে হেয় করার জন্য তাদের দিয়ে এসব অভিযোগ করিয়েছেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST