নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীর সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকনের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী ও জমিদাতারা। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কলেজ চত্ত্বরে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জমিদাতার ছেলে শফিউর রহমান বাবু, শাহ আলম, কলেজ ছাত্র পাপ্পু প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ৫ কার্য দিবস অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়নি। টাকার খেলা চলছে। আগামী দুই দিনের মধ্যে দোষী অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিক্ষোভ চলবে। প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করেছে তার শাস্তি চাই। শিক্ষকতার আড়ালে তিনি নারী নিয়ে ফুর্তি করার সময় জনতার হাতে আটক হয়েছেন। যারা কলেজে চাকরী করেন, তারা অন্যায়কারীর পক্ষ অবলম্বন করবেন না। বাড়ীর মালিকরা তালা লাগিয়েছেন। সরকারী প্রতিষ্ঠানে নারী ঘটিত কেলেংকারীর কারনে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে। বহিষ্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। সাখাওয়াৎ হোসেন খোকন ঘটনা ভিন্ন খ্যাতে প্রবাহিত করার জন্য নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নিজের অপকর্ম ঢাকতে নারীসহ আটকের ঘটনাকে মিডিয়ার সৃষ্টি বা ষড়যন্ত্র বলে দাবি করছেন। যা ঐতিহ্যবাহী এ কলেজের সম্মানহানীসহ সৈয়দপুরবাসীর সম্মান ধুলায় লুটিয়ে দিয়েছে। অথচ এই ঘটনার সাথে তিনি জড়িত এটা স্বীকার করেন না। তদন্ত কমিটির কাছে জোর দাবী জানাই অধ্যক্ষের কক্ষে তল্লাশি করলে মদের বোতল ও ১০ লক্ষ টাকা উদ্ধার হবে। রিপোর্ট যদি বিপক্ষে যায় তাহলে তদন্ত কমিটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা ও আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় তারা আরও অভিযোগ করেন যে, অধ্যক্ষ খোকন কলেজের কর্মচারীদের নিজের বাসায় ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এই অন্যায়েরও বিচার চাই। তারা অধ্যক্ষ ও অধ্যাপিকার বহিস্কার দাবি করেন এবং তার দেয়া নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে আদায়কৃত টাকার হিসেব নেওয়ার দাবি জানান। এছাড়া প্রতিষ্ঠানের উপার্জিত টাকা কেন অধ্যক্ষের কক্ষে রাখা হয় তারও জবাব চান তারা।
কোনভাবে যদি অধ্যক্ষ ও অধ্যাপিকা কলেজে প্রবেশ করে তাহলে এজন্য সৃষ্ট পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে এবং যদি কোন কারণে দোষীদের কে আড়াল করে তদন্ত রিপোর্ট প্রদান করা হয় তাহলে কলেজসহ গোটা সৈয়দপুরকে অচল করে দেয়া হবে।