ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন ।

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন ।

দিনাজপুর প্রতিনিধি ,
২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। আজ রবিাবর এ উপলক্ষে “ আমার হার্ট, তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গীকার করি একসাথে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল সাড়ে ৯টায় জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনের হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোঃ আব্দুস সালাম। সেমিনারে জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ এএইচএম শফিকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল করিম, সিনিয়র কনসালটেন্ট ডাঃ আব্দুল হালিম, প্রধান বক্তা সিনিয়র কনসালটেন্ট(কার্ডিওলজিষ্ট) ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মনজুর। অনুষ্ঠানে সৈয়দ শফিকুর রহমান পিন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুল কবীর, যুগ্ন সম্পাদক আবু তাহের আবু, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ জেরিনা ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক সাবেক এমপি রেজিনা ইসলাম, সাবেক এমপি আকতারুজ্জামান মিঞা, মোঃ আফতাব উদ্দীন মন্ডল, আলহাজ্ব আবু বক্কর সিদ্দীক, আইসিইউ ইনচার্জ ডাঃ আইয়ুব আলী প্রমুখ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST