ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন ভারত।

ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন ভারত।

খেলা ডেস্ক ,
ভারতের ১০ জনের সঙ্গে ৯ জনের বাংলাদেশ লড়লো শেষ ৫০ মিনিট। কখনো মনে হয়নি বাংলাদেশ এক খেলোয়াড় কম নিয়ে খেলছে। গোলের সুযোগও পেয়েছিল; কিন্তু সেই ম্যাচ বাংলাদেশ হারলো ইনজুরি সময়ে গোল হজম করে। আজ (রোববার) নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের তীব্র উত্তজনাকর ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন হলো ভারত। প্রথমার্ধের খেলা ছিল ১-১।

নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা তখন গড়িয়েছে ইনজুরি সময়ে। ধরেই নেয়া হয়েছিল নির্ধারিত সময়ে ফয়াসাল হচ্ছে না যুবাদের এই ফাইনালের; কিন্তু ভারতের রবি বাহাদুর রানা বক্সের বাইরে থেকে আচমকা এক শটে গোল করলে শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে যায় বাংলাদেশের।

দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে বসে বাংলাদেশ। প্রায় মাঝ মাঠ থেকে আসা বল ধরে বাংলাদেশের অধিনায়ক ইয়াছিন আরাফাতসহ দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে কোনাকুনি শটে গোল করেন ভারতের ফরোয়ার্ড বিক্রম।

বাংলাদেশ ম্যাচে সমতা আনে ৪০ মিনিটে। কর্নার থেকে আসা বল আমির হাকিম বাপ্পী ব্যাকভলি করলে সে বলে বাঁ-পায়ের প্লেসিংয়ে গোল করেন অধিনায়ক ইয়াছিন আরাফাত। গোল উদযাপনে জার্সি খুলে ইয়াছিন দেখেন হলুদ কার্ড। এর আগে ১৭ মিনিটেও অধিনায়ক হলুদ কার্ড পেয়েছিলেন। দুই হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ককে। বাংলাদেশ পরিণত হয় ৯ জনের দলে।

এর আগে ২৩ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন মো. হৃদয়। একই সময় লাল কার্ড পান ভারতের গুরকিরাত সিংও। একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়লে এইুই জনকে লাল কার্ড দেখানোর পাশপাশি দু’দলের আরো দু’জনকে হলুদ কার্ড দেখান নেপালি রেফারি কাবিন বানজানকার।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST