ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু
কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ১ অক্টোবর কাউন্সিল নেতা কর্মিরা উজ্জীবিত ।

কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ১ অক্টোবর কাউন্সিল নেতা কর্মিরা উজ্জীবিত ।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ১৩ বছর পর আগামী ১ অক্টোবর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার চুড়ান্ত তারিখ ঘোষনা করা হয়েছে। এই কাউন্সিলকে ঘিরে নেতা কর্মিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে শীর্ষ পদ দুটি নিয়ে জোড় লবিং চলছে তৃণমূল ভোটারদের সাথে।
এবারের কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটি নিয়ে ইতিমধ্যে নেতারা মেরুকরণ শুরু করেছেন। কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাবুল এবারে সভাপতি পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন। তিনি তাঁর প্রত্যাশিত পদটিতে যাতে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন সেলক্ষ্যে ভোটারদের সাথে জোড় লবিং শুরু করেছেন। তবে তিনি কোন প্যানেল দিবেন না বলে জানিয়েছেন। এদিকে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এছরারুল হক সভাপতি পদটি ছাড়তে নারাজ। তিনিও সভাপতি পদে একজন প্রার্থী।এব্যাপারে তাঁর সরব তৎপরতাও চোখে পড়ার মত। তিনিও ভোটারদের বাড়ী বাড়ী ঘুরছেন। তিনি জানিয়েছেন, প্যানেল ছাড়াই ভোট করবেন। উপজেলা আওয়ামীলীগের সহ সাংগাঠনিক সম্পাদক ও বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ আতাউর রহমান দুলু ,সাধারন সম্পাদক পদে লড়াই করবেন। এলক্ষে তিনি ইতিমধ্যে মাঠও গুছিয়ে নিয়েছেন। উপজেলা আওয়ামীগের বিপদ আপদে তিনি ঝাপিয়ে পড়েন প্রথম। তিনি দলের অর্থনৈতিক কর্মকান্ডে কখনও পিছিয়ে থাকেননি । একারনে তৃর্ণমূল ভোটাদের আস্থা অর্জন করেছেন তিনি। এপদে বিপুল পরিমান ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদি।
উপজেলা যুবলীগের আহবায়ক ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট শীর্ষ দুটি পদের একটিতে প্রার্থী হবেন। তবে কোন পদের প্রার্থী হবেন তা এখনও ঘোষণা দেননি। এ প্যানেলে বাহাগিলি ইউনিয়নের সভাপতি মোঃ এমদাদুল হক সভাপতি পদের প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। এ বলয়ের আরেক নেতা উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাজু এবারের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া প্যানেল ছাড়া সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফনিভুষণ রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পতিরাম রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু আলম, নিতাই ইউনিয়নের আওয়ামীলীগ কর্মী মশিয়ার রহমানের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা শোনা। এদিকে ঢাকায় অবস্থানরত এ্যাডভোকেট আমিরুল ইসলাম আমীর সভাপতি পদে প্রার্থী হবেন বলে জানা গেছে। বর্তমান কমিটি ২০০৫ সালের ১৯ অক্টোবর গঠিত হয়েছিল। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এছরারুল হক জানান, এবারে ৭০ সদস্য বিশিষ্ঠ দ্বিবার্ষিক কমিটি গঠন করা হবে। এতে ৩৮টি সম্পাদকীয় পদ থাকবে। এবারে ৩শ’ ৪০ জন কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST