ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
গণধর্ষণের অভিযোগে রিহ্যাবের দুই পরিচালককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গণধর্ষণের অভিযোগে রিহ্যাবের দুই পরিচালককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

প্রতীকী ছবি।

ঢাকা প্রতিবেদক ,
রাজধানীর ধানমন্ডিতে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার রিহ্যাবের দুই পরিচালককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার তাদের আদালতে তুলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী তাদের জামিনের আবেদন করেন।আটককৃতরা হলেন- শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে ভুক্তভোগী ওই নারীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাতে গণধর্ষণের আলামত প্রাথমিকভাবে মিলেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ফরেনিসক পরীক্ষা সম্পন্ন হয় বলে জানান, ঢাকা মেডিকেল মেডিকেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বেগম।
তিনি বলেন, ওই নারী যে গণধর্ষণের শিকার হন প্রাথমিকভাবে সেই আলামত পাওয়া গেছে। ওই নারীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ডিএনএ’র জন্য ওই নারীর পরনের কাপড়-চোপড় দিয়েছে। সেগুলোর ডিএনএ পরীক্ষাও করা হবে। রিপোর্টগুলো আসলে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া হবে।
ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মরফিদুল জানান, রোববার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেয়া হয়। সেখানে যাওয়ার পর গণধর্ষণের শিকার হন বলে থানায় অভিযোগ করেন ওই নারী। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে গ্রেফতার করা হয়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST