তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি,
এক নারী ভিক্ষুককে( ৫৫ বছর বয়সী ) ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৫৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে তারাগঞ্জের বাসিন্দা দিলদার হোসেন (৪০) গ্রেপ্তার করে। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী ভিক্ষা করতেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভিক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় স্থানীয় যুবক শাকিল হোসেন (২২) তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের সময় সহযোগিতা করেন দিলদার হোসেন। ধর্ষণ শেষে ওই নারীকে ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেওয়া হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিন্নাত আলী বলেন, ধর্ষণের ঘটনায় ওই নারীর ছেলে বাদী হয়ে আজ সোমবার সকালে থানায় মামলা করেন। মামলায় শাকিল হোসেন ও দিলদার হোসেনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আজ বেলা একটার দিকে দিলদার হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।