ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি,
এক নারী ভিক্ষুককে( ৫৫ বছর বয়সী ) ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৫৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে তারাগঞ্জের বাসিন্দা দিলদার হোসেন (৪০) গ্রেপ্তার করে। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী ভিক্ষা করতেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভিক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় স্থানীয় যুবক শাকিল হোসেন (২২) তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের সময় সহযোগিতা করেন দিলদার হোসেন। ধর্ষণ শেষে ওই নারীকে ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেওয়া হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিন্নাত আলী বলেন, ধর্ষণের ঘটনায় ওই নারীর ছেলে বাদী হয়ে আজ সোমবার সকালে থানায় মামলা করেন। মামলায় শাকিল হোসেন ও দিলদার হোসেনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আজ বেলা একটার দিকে দিলদার হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST