আতিকুল ইসলাম ,নীলফামারী ,
’বয়সের সমতার পথে যাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৯ উপলক্ষে নীলফামারীতে র্যালী ও আলোচনা সভা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালী বের হয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারী কার্যালয় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটি এম আজহারুল ইসলাম,সদর উপজেলা চেযারম্যান সাহিদ মাহমুদ।এ সময় প্রবীণ হিতৈষী সংঘর সাধারণ সম্পদক মোঃ মোশাররফ হোসেন ,প্রবীণ হিতৈষী সহ সাধারণ সম্পদক আমিনুর রহমান উপস্থিত ছিলেন।