ঢাকা প্রতিবেদক ,
সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি, প্রিজন) পার্থ গোপাল বণিক হাইকোর্টে জামিন আবেদন করেছেন। আজ মঙ্গলবার পার্থ গোপাল বণিকের জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি, প্রিজন) পার্থ গোপাল বণিক হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
সানজিদ সিদ্দিকী বলেন, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে গতকাল সোমবার হাইকোর্টে আপিল আবেদন করে জামিন চাওয়া হয়েছে।
এই আবেদনের ওপর আগামীকাল বুধবার হাইকোর্টের বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলেও জানান তিনি।
গত ১৫ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন। গত ২৮ জুলাই রাজধানীর নর্থ রোডের (ভূতেরগলি) এলাকার বাসায় অভিযান চালিয়ে পার্থ গোপাল বণিককে গ্রেফতার করে দুদকের একটি দল। এ সময় তার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়।
দুদক সূত্র জানায়, সিলেটের ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিক সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেন।