গাইবান্ধা প্রতিনিধি ,
বৈদ্যুতিক মিটার চুরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ পুলিশ জানায়,গাইবান্ধা সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা হতে প্রতি নিয়ত একটি সংঘবদ্ধ চক্র বিদ্যুৎ মিটার চুরি করে আশেপাশে লুকে রেখে তথায় কাগজে একটি মোবাইল নম্বর দিয়ে যেত এবং তাতে লেখা থাকতো মিটার ফেরত পেতে হলে ঐ নম্বরে কল করার জন্য।
পরে মিটারের মালিক ঐ নম্বরে কল করলে চোর একটি বিকাশ নম্বর দিয়ে ৩ হাজার টাকা পাঠাতে বলতো, যেহেতু মিটারের দাম প্রায় ৪০ হাজার টাকা তাই বাধ্য হয়ে মিটার মালিক ৩ হাজার টাকা ঐ নম্বরে বিকাশ করলে চোর ফোনে বলে দিত আশেপাশে কোন ঝোপঝাড়ের মধ্যে মিটার লুকিয়ে রাখা আছে।
জানা যায়, এই চক্র দীর্ঘদিন হতে কাহালু, শিবগঞ্জ, সোনাতলা, কালাই, পাঁচবিবি, ঘোড়াঘাট, পীরগন্জ, সহ গাইবান্ধার প্রায় সব থানায় এই মিটার চুরি করে তা বিকাশে টাকা নেয়ার মাধ্যমে ফেরত দিয়ে আসছিল।
অবশেষে গত ১লা অক্টোবর মঙ্গলবার বিকেলে ঐ চক্রের এক সদস্য রাজু (৩০)কে গ্রেফতার করে পুলিশ।রাজু বগুড়া জেলার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকুড়িয়া এলাকার সেকেন্দার আলীর পুত্র।
তাকে বিকাশে টাকা উঠানোর সময় রাজধানীর সাভার থানার টেনারী পট্টি এলাকা হতে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন আসামি রাজুর থেকে তথ্য নিয়ে এ চক্রে অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।