গ্রামপোস্ট ডেস্ক,
নীলফামারীতে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করে স্বর্ণ কিশোর কিশোরী ফাউন্ডেশন।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, স্বর্ণ কিশোর- কিশোরী ফাউন্ডিশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বক্তব্য দেন।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন উর রশিদ বক্তব্য দেন।
রাফিয়া জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদুল ইসলাম। অনুষ্ঠানে কিশোরীগঞ্জ উপজেলাকে স্বর্ণ উপজেলা হিসেবে ঘোষানা করা হয়।