বান্দরবান জেলা প্রতিনিধি ,
বন্যহাতির আক্রমণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে । আজ বুধবার বিকেলে সুয়ালক ইউনিয়নের সাপ্রু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বান্দরবানে বন্যহাতির আক্রমণে আবদুর রহমান নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মৃত আবদুর রহমান সুয়ালকের কাইচতলীর মো. কালু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে সুয়ালক ইউনিয়নের সাপ্রু পাড়ায় সুয়ালক কাইচতলী এলাকার কিছু লোক কাজ করতে যায়। এ সময় বন্য হাতি আক্রমণ করলে ঘটনাস্থলেই আবদুর রহমানের মৃত্যু হয়। তবে অন্য শ্রমিকরা পালিয়ে প্রাণে রক্ষা পায়। সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমা বলেন, বিকেলে কাজ করার জন্য কাইচতলী থেকে সাপ্রু পাড়া এলাকায় গেলে হাতির আক্রমণে আবদুর রহমান নামে এক রোহিঙ্গা মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।