রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার ,
নীলফামারী ডোমারে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদকদ্রব্য বহনে কাজে ব্যবহারিত একটি মটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব খাটুরিয়া জাল্লির মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে চ্যালেঞ্জ করলে মটর সাইকেল রেখে পালানোর সময় পুলিশ ওই যুবককে আটক করে । আটক যুবক ছাদিকুল ইসলাম ছাদিক(৩৫) ডোমার চিকনমাটি পল্টন পাড়া গ্রামের আজগার আলীর ছেলে। সেই সময় ছাদিকের দেহ তল্লাশি করে ১২৭পিচ ইয়াবা ও মাদক কারবারে ব্যবহারিত একটি সিটি বাজাজ রেজি: নীলফামারী হ ১১-৫২২৫ মটর সাইকেল উদ্ধার করা হয়। পুলিশ রাতেই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ডোমার থানায় একটি মামলা করে।
ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত যুবক ইয়াবা বহনের সময় মটর সাইকেলসহ পুলিশ তাকে গ্রেফতার করে।বৃহষ্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।