দিনাজপুর প্রতিনিধি ,
দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৯ ও বিশ্ব হাত ধোয় দিবস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হউক সুস্থ্য জীবন- সকলের হাত পরিচ্ছন্ন থাক এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন মিঞা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। উপ-সহকারী প্রকৌশলী (নবাবগঞ্জ) মোঃ সমির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী প্রকৌশলী (কাহারাল) মোঃ মঞ্জুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (বোচাগঞ্জ) ওয়াহিদা ফারজানা, উপ-সহকারী প্রকৌশলী (চিরিরবন্দর) হোসনে আরা, ব্র্যাক এর কর্মকর্তা মোঃ এরশাদুল হক। সর্বশেষে বিশ্ব হাত ধোয় দিবস উপলক্ষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সকলের উপস্থিতিতে সাবান দিয়ে হাত ধুয়ে কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন। র্যালীতে সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও সানফ্লাওয়ার এনজিওসহ দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।