ঘোষনা:
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত ।

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত ।

সামাউন আলী, (সিংড়া)নাটোর প্রতিনিধি ,
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার আ গে বালুয়া বাসুয়া মোড়ে এ ঘটনা ঘটে।
নাটোরগামী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে মটর সাইকেল চালক ও আরোহী ছিটকে পড়ে। ১ জন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়, অপর ১ জন গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিংড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। নিহতরা হলেন, উপজেলার শেরকোল কংসপুর গ্রামের আনসার আলীর পুত্র আশরাফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আবুল কাসেমের পুত্র উজির উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওভার ট্রেক করার সময় ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে। পরে বিক্ষিপ্ত জনতা সিংড়া বাসস্ট্যান্ডে ট্রাকটি আটক করে। ট্রাক নং ১৮৯৭৯২। সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST