দিনাজপুর প্রতিনিধি ,
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সংগঠনের হিন্দু শ্রমিক সদস্যদের মাঝে পূজা উৎসবের অনুদান বিতরণ করেছে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।
আজ শনিবার(৫ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের পিডিবি মোড়স্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু শ্রমিক সদস্যদের মাঝে প্রতি জনকে ১ হাজার টাকা করে ১শত জনকে ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট মোঃ গোলাম ফারুক ও যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম (পৌর কাউন্সিলর)সহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা এ অনুদান শ্রমিক সদস্যদের মাঝে তুলে দেন।