ঘোষনা:
শিরোনাম :
দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে জন্ম নিবন্ধন দিবস উদযাপন ।

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে জন্ম নিবন্ধন দিবস উদযাপন ।

দিনাজপুর প্রতিনিধি ,
জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০১৯ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন মিঞা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জয়নুল আবেদিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দবির উদ্দীন, আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোঃ রুবেল মিয়া, দিনাজপুর পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী, দিনাজপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুর ইসলাম। প্রজেক্টরের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন আইন -২০০৪ এর তাৎপর্য তুলে ধরেন এলজিএসপি-৩ এর ডিষ্ট্রিক্ট ফেসিলিটেটর মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শামসুজ্জাহান কনক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন সম্পর্কে সকলের মাঝে গণসচেতনতা তৈরী করতে হবে এবং আইন অনুযায়ী জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। উক্ত অনুষ্ঠানে ডিডিএলজি শাখার অন্যান্য কর্মকর্তা ছাড়াও দিনাজপুর পৌরসভার জন্ম নিবন্ধন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST