নীলফামারী প্রতিনিধি ,
হত-দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে গাভী পালনের জন্য ঋন বিতরণ করে সমবায় অধিদপ্তর। নীলফামারীর ডিমলা উপজেলার ৫০ জন সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সমবায় সমিতি অধিদপ্তর, নারী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রত্যেককে ১ লক্ষ ২০ হাজার টাকা ঋন প্রদান করা হয়। রবিবার দুপুরে উপজেলা হলরুমে ডিমলা ও দোয়েল নারী উন্নয়ন সমবায় সমিতির দুটি দলের তৃতীয় ফেজ এর ২৫ জন করে ৫০ জনকে ঋন বিতরণ করে। উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এসময় জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর উপস্থিত ছিলেন।