ঘোষনা:
গাইবান্ধায় মস্তকবিহীন লাশ উদ্ধার |

গাইবান্ধায় মস্তকবিহীন লাশ উদ্ধার |

কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধি ,

গাইবান্ধা সদর উপজেলায় দুলু মিয়া (৪০) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ ৫ অক্টোবর শনিবার  সকালে এ লাশ উদ্ধার করা হয়।জানা যায়,নিহত দুলু মিয়া উপজেলার বোয়ালী ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের কেরামতুল্লাহ মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, দুলু মিয়া শুক্রবার (৪ অক্টোবর) রাতে বাড়ির পাশে দারোগার ভিটা নামক স্থানে মাছ ধরার জন্য বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে সেখানেই তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখা যায়।অনেক খোঁজাখোজি করেও তার মাথাটি উদ্ধার করা সম্ভব হয়নি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহারিয়ার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুলু মিয়ার মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST