দিনাজপুর জেলা প্রতিনিধি ,
বাবার সঙ্গে প্রতিমা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মেয়ে । আজ সোমবার দুপুরের দিকে উপজেলার বোর্ডেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের বিরলে বাবার সঙ্গে প্রতিমা দেখতে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে আরাধনা রায় (৬) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত আরাধনা দিনাজপুর সদর উপজেলার উথরাইল গ্রামের নরেশ চন্দ্র রায়ের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরাধনা রায় সোমবার দুপুরে তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে দুর্গাপূজার প্রতিমা দেখতে বোর্ডেরহাটে যাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত মোটরসাইকেল থেকে পড়ে শিশু আরাধনা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিরল থানায় একটি ইউডি মামলা হয়েছে।