নীলফামারী প্রতিনিধি ,
জেলা কারাগারে ‘কারা পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র’ উদ্বোধন করেছে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কারাভ্যন্তরে এর উদ্বোধন করেন।
নীলফামারী জেলা কারাগারে ‘কারা পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, কারাগারের সুপার(ভারপ্রাপ্ত) মাহবুব হোসেন ও জেলার শফিকুল আলম উপস্থিত ছিলেন। কারাগার সুত্র জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২০জন আসামি কারুপণ্য উৎপাদন করছেন কারাভ্যান্তরে। এসবের মধ্যে রয়েছে চুড়ি, ব্যাগ, নকঁশি কাথা, প্লাস্টিক পণ্য প্রভৃতি।
জেলার শফিকুল আলম জানান, চার মাস আগে থেকে উৎপাদন কাজে নিয়োজিত হন সাজাপ্রাপ্তরা। তাদের উৎপাদিত পণ্য সুলভ মুল্যে বিক্রি করা হবে কারাগারের প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্রে।