স্টাফ রিপোর্টার ,
কিশোরগঞ্জ উপজেলায় শারদীয় উৎসব উপলক্ষে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। তিনি মন্ডপে মন্ডপে পরিদর্শনের সময় সকল মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গতকাল সোমবার বিকালে চাঁদখানা ইউনিয়ন থেকে পুজা মন্ডপ পরিদর্শন শুরু করেন। এরপর তিনি উপজেলার কিশোরগঞ্জ সদর, পুটিমারী, নিতাই, বাহাগিলী, বড়ভিটা, রনচন্ডী, গাড়াগ্রাম ও মাগুড়া ইউনিয়নের প্রায় ১৫টি পুজা মন্ডপ রাত ১১টা পর্যন্ত পরিদর্শন করেন। মাগুড়া ইউনিয়নে পুজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর উপজেলায় পুজা মন্ডপ পরিদর্শনে যান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ রেজাউল আলম স্বপন, সদস্য সচিব মোঃ রশিদুল ইসলাম, গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক শাকিল ইসলাম প্রমুখ।