বগুড়া প্রতিনিধি ,
বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুতিক সর্ট সাকির্ট থেকে এক কৃষকের বাসস্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উপজেলার নিমগাছী ইউনিয়নের এলাকার বুড়িভিটা গ্রামে সোমবার সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, ‘সোমবার সকালে মৃত জোব্বার আলী প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিকের বাড়িতে বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে হঠাৎ সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনায় ঘরের ভিতরে থাকা ধান-চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। একটি থাকার ঘর এবং পাশের একটি ঘরের অর্ধেকাশং পুড়ে যায়।’ ধুনট ফায়ার স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, ‘বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগের স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছে।’