রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ,শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম ।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ ইং সনের উপজেলা ভিত্তিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসেবে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলামকে হিসেবে নির্বাচিত করা হয়েছে।তিনি ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। সেই সাথে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়কে নির্বাচিত করা হয়েছে। এ ছারাও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ।গত রবিবার জাতীয় শিক্ষা সপ্তাহের বাছাই কমিটি এ ঘোষনা দেন।