স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এবছর বিশ্বশান্তি সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর মানবাধিকার জোট তাকে এ সম্মাননা প্রদান করেন। সেগুন চাইনিজ, সেগুনবাগিচা, ঢাকা অফিসে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মান্নান খান। এছাড়া তিনি গত আগষ্ট মাসের মাসিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জেলা পুলিশ সুপারের নিকট হতে ক্রেষ্ট গ্রহণ করেন।