রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার ,
নীলফামারী ডোমার উপজেলায় মাদক সেবনকালে দুই মাদক সেবনকারীকে ৩মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা।
বুধবার গভীর রাত্রে খবর পেয়ে ডোমার থানা পুলিশ উপজেলা পরিষদ মোড় এলাকায় অভিযান চালিয়ে ডোমার পৌরসভার ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মজনু ইসলাম (২০) ও উপজেলার হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে রহিদুল ইসলাম(২৪) মাদক সেবনকালে তাদেরকে আটক করে। ঘটনাস্থলে নিবার্হী ম্যাজিস্ট্রট ও উপজেলা নিবার্হী অফিসার উম্মে ফাতিমা উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ২১ ধারায় অপরাধের দায়ে ২ জনকে ৩মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান,বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেয়ন করা হয়েছে।