ঘোষনা:
শিরোনাম :
রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনে আসা উচিৎ ; স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭ বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত ২ আহত ১০ মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন তৃতীয় ধাপে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নীলফামারী জেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন উত্তরা ইপিজেড থেকে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
বিএনপির সমাবেশ,আবরার হত্যার প্রতিবাদে ও ভারতের করা চুক্তি বাতিল ও বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে।

বিএনপির সমাবেশ,আবরার হত্যার প্রতিবাদে ও ভারতের করা চুক্তি বাতিল ও বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে।

ঢাকা প্রতিবেদক ,
রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে আবরার হত্যার প্রতিবাদে ও ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল ও বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে। আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল ও কারাবন্দি বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে। উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, যুব দলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ। এদিকে সমাবেশে পুলিশ অনুমতি না দিলেও পুলিশের বাধা অতিক্রম করে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন।
বক্তারা অভিযোগ করেছেন ইতোমধ্যে দলের অনেক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। নয়াপল্টন এলাকার বিভিন্ন গলিতে পুলিশের তৎপরতা দেখা যায়। তারা সমাবেশে আগত নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST