সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর সৈয়দপুর পৌরসভাকে একটি পত্রিকার সম্পাদক ‘খাওয়া ভবন’ আখ্যা দেয়ায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর কর্তৃপক্ষ। শনিবার বিকেলে পৌর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র- মোঃ জিয়াউল হক জিয়া।
পৌর মেয়র আমজাদ হোসেন সরকার টেলি কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিক আমিনুল হকের সম্পাদনায় সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক আলাপন পত্রিকা গত ১১ অক্টোবর সংখ্যায় সৈয়দপুর পৌরসভাকে ‘খাওয়া ভবন’ নামে আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে তিনি (সম্পাদক) গোটা পৌর পরিষদকে হেয় করেছেন। আগামী সংখ্যায় তিনি ওই সংবাদের প্রতিবাদ না ছাপলে সম্পাদকের বিরুদ্ধে মানহানী মামলা করা হবে বলে হুশিয়ারী দেন মেয়র। তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য প্রতিষ্ঠানে কাঙ্গালীভোজের খাবার সরবরাহ করেছি। এ কারণে ওই সম্পাদক মনক্ষুন্ন হয়ে পৌরসভাকে হেয় করে সংবাদটি প্রকাশ করেছেন। মেয়র প্রশ্ন ছুঁড়ে বলেন, জাতীয় দিবস পালন করা কি অন্যায়?
সংবাদ সম্মেলনে পৌর প্যানেল মেয়র-২ শাহিন আকতার, প্যানেল মেয়র-৩ কাজী জাহানারা বেগম, সংরক্ষিত আসনের কাউন্সিলর জোসনা বেগম, মিনারা বেগম, সাবিয়া সুলতানা, কাউন্সিলর গোলাম মোস্তফা, আজগার আলী, শেখ মোহন, শাহিনুর ইসলাম মিঠু, সৈয়দ মঞ্জুর আলম, জোবায়দুল ইসলাম মিন্টু, মামুন সরকার, আব্দুল খালেক সাবু প্রমুখ। পৌর পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সচিব আশিষ কুমার। সংবাদ সম্মেলনে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।