ঘোষনা:
ডোমার আন্তজার্তিক দূর্যোগ প্রশমন দিবস পালিত।

ডোমার আন্তজার্তিক দূর্যোগ প্রশমন দিবস পালিত।

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার,

 

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: “নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি”এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারী ডোমার উপজেলায় আন্তজার্তিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা চিত্রাংকন প্রতিযোগীতা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় পল্লীশ্রী রিপ প্রকল্প এর সহযোগীতায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত চত্ত্বরে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদশন করেন। উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,কৃষি কর্মকর্তা কৃষিবীদ জাফর ইকবাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,রিপ প্রকল্প ম্যানেজার আনোয়ার হোসেনসহ ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়।

#

ডোমারে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার:‘ছেলের ২১ মেয়ের ১৮ এর আগে নয় বিয়ে কারো, শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমার উপজেলায় বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,কৃষি কর্মকর্তা কৃষিবীদ জাফর ইকবাল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনূর খাতুন ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম,পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ।

 





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST