গ্রামপোস্ট ডেস্ক ,
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী কর্তৃক (ক) ৬৩ বোতল ফেন্সিডিল (খ) মাদক বিক্রিত নগদ ২২,৬৯৫/= (বাইশ হাজার ছয়শত পচাঁনব্বই) টাকা (গ) মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩ (তিন) মোবাইল সেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, জঙ্গীবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব শুরু থেকে যে কোন ধরণের অপরাধী, অপহরন, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধার, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান এবং বিভিন্ন প্রতারক চক্রকে গ্রেফতারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী, র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ১৩/১০/১৯খ্রিঃ তারিখ রাত ১৪:০৫ ঘটিকায় নীলফামারী জেলার নীলফামারী সদর থানাধীন নীলফামারী পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ সবুজপাড়ার মৃত শামসুল হক প্রধানের ছেলে মোঃ সাজ্জাদ হক প্রধানের পাঁকা বসতবাড়ীর ডাইনিং রুম হতে অভিযান পরিচালনা করে (ক) ৬৩ বোতল ফেন্সিডিল (খ) মাদক বিক্রিত নগদ ২২,৬৯৫/= বাইশ হাজার ছয়শত পচানব্বই) টাকা (গ) মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩ (তিন) মোবাইল সেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ সাজ্জাদ হক প্রধান (৩৫), পিতা-মৃত শামসুল হক প্রধান, ঠিকানা- সাং- সবুজপাড়া নং-০১নং ওয়ার্ড নীলফামারী পৌরসভা, ২। মোঃ নুরুন্নবী হোসেন মানিক,পিতাঃ মোঃ নুর ইসলাম,সাং- শান্তিনগর (হাসপাতাল রোড) ০৫নং ওয়ার্ড, উভয় থানাঃ নীলফামারী সদর, জেলা-নীলফামারীদ্বয়কে আটক করা হয়। আসামীদ্বয়কে ধৃত করার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে নীলফামারী জেলার নীলফামারী সদর থানাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য তথা ফেন্সিডিল সরবরাহ করত জানায়। পরবর্তীতে উক্ত আসামীদ্বয়ের নামে মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়। উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খবর বিজ্ঞপ্তি।