ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
কলম দিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব ।

কলম দিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব ।

রাবি প্রতিনিধি ,

‘বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান একজন মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক। তিনি দেশের ্উন্নয়নের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। তাঁর মত একজন দেশবরেণ্য সাংবাদিকের মানহানি করতে একটি অশুভ শক্তি মিথ্যা ভিডিও ছড়িয়ে দিয়ে অপপ্রচার করছে। আমরা এই ন্যক্কারজনক কাজের সাথে জড়িত সকলের শাস্তি দাবি করছি।’

আজ সোমবার সকাল দশটায় রাজশাহী শহরের আলুপট্টি মোড়ে ‘রাজশাহী সাংবাদিক সমাজ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

তাঁরা আরও বলেন, ‘আমরা সাংবাদিকরা যখনই মুক্তিযুদ্ধের চেতনায় একত্রিত হয়ে দেশের উন্নয়নের কথা তুলে ধরার চেষ্টা করেছি, তখনই আমাদের কণ্ঠরোধ করতে প্রতিক্রিয়াশীল চক্র তৎপর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জায়গায় এভাবে সাংবাদিকদের চরিত্র হনন করার অপচেষ্টা হয়েছে। পীর হাবিবুর রহমানের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হামলা, সেটা গোটা সাংবাদিক সমাজের উপরেই আঘাত। আমরা কলম দিয়ে এসকল অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান তানজীম হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধার রফিকুল ইসলাম, এসএটিভির রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল করিম, দৈনিক জনকন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান মামুনুর রশীদ, দৈনিক সোনালি সংবাদের নিজস্ব প্রতিবেদক হবিবুর রহমান, বাংলাদেশ ফটোগ্রাফারস্ এসোসিয়েশন, রাজশাহীর সভাপতি আসাদুজ্জামান আাসাদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, ফটোসাংবাদিক জামিল অপু, আজহারউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মর্তুজা নূর, সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ প্রমুখ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST