রাবি প্রতিনিধি ,
‘বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান একজন মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক। তিনি দেশের ্উন্নয়নের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। তাঁর মত একজন দেশবরেণ্য সাংবাদিকের মানহানি করতে একটি অশুভ শক্তি মিথ্যা ভিডিও ছড়িয়ে দিয়ে অপপ্রচার করছে। আমরা এই ন্যক্কারজনক কাজের সাথে জড়িত সকলের শাস্তি দাবি করছি।’
আজ সোমবার সকাল দশটায় রাজশাহী শহরের আলুপট্টি মোড়ে ‘রাজশাহী সাংবাদিক সমাজ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
তাঁরা আরও বলেন, ‘আমরা সাংবাদিকরা যখনই মুক্তিযুদ্ধের চেতনায় একত্রিত হয়ে দেশের উন্নয়নের কথা তুলে ধরার চেষ্টা করেছি, তখনই আমাদের কণ্ঠরোধ করতে প্রতিক্রিয়াশীল চক্র তৎপর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জায়গায় এভাবে সাংবাদিকদের চরিত্র হনন করার অপচেষ্টা হয়েছে। পীর হাবিবুর রহমানের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হামলা, সেটা গোটা সাংবাদিক সমাজের উপরেই আঘাত। আমরা কলম দিয়ে এসকল অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’
দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান তানজীম হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধার রফিকুল ইসলাম, এসএটিভির রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল করিম, দৈনিক জনকন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান মামুনুর রশীদ, দৈনিক সোনালি সংবাদের নিজস্ব প্রতিবেদক হবিবুর রহমান, বাংলাদেশ ফটোগ্রাফারস্ এসোসিয়েশন, রাজশাহীর সভাপতি আসাদুজ্জামান আাসাদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, ফটোসাংবাদিক জামিল অপু, আজহারউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মর্তুজা নূর, সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ প্রমুখ।