জলঢাকা ,নীলফামারী প্রতিনিধি,
“কন্যা শিশুর অগ্রযাত্রা- দেশের জন্য নতুন মাত্রা, আজকে শিশু আনবে আলো, বিশ্বটাকে করবে ভালো” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউএসএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সোমবার দুপুরে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা যুব নেটওয়ার্ক আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুজাউদ্দৌলা।
এসময় অন্যান্যদের মধ্যে, ইউএসএস এর কর্ডিনেটর ফরিদা ইয়াসমিন ও টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম এ-সময় বক্তব্য রাখেন। মানববন্ধনে শিশু অধিকার আইন অনুযায়ী শিশু ধর্ষন, যৌন হয়রানি ও শিশু নির্যাতনকারী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান বক্তারা।