ঢাকা প্রতিবেদক ॥
রাজধানীর আফতাফ নগরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টারজান বাহিনীর প্রধানসহ দুইজন নিহত হয়েছেন।বুধবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশের দাবি, নিহতদের একজন বাড্ডা-রামপুরা এলাকার শীর্ষ সন্ত্রাসী টারজান বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী শাহ আলী ওরফে শাহেন শাহ।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শাহজাহান সাজু জানান, আফতাবনগরে ওই সন্ত্রাসীরা অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন ডিবি পুলিশের সদস্যরা। পরে সেখানে ডিবি পুলিশের সদস্যরা অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে ডিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়েন।
এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেও জানান উপ-কমিশনার শাহজাহান সাজু।ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৬টি গুলি, ৫০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধারের কথা জানিয়েছে ডিবি।