রতন রায়,স্টাফ রিপোর্টার ,
“সকলের জন্য উন্নত স্যানিটেশন,নিশ্চিত হোক সুস্থ জীবন” সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারী ডোমার উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জানো প্রকল্পের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে ব্যানার ফেস্টুনসহ একটি বনার্ঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন,পরিসংখ্যান অফিসার আব্দুল বারী,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম,জানো প্রকল্পের উপজেলা এফএফ আবু আনিছ,আমানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের খাওয়ার আগে হাত ধোয়ার কোলা কৌশল শিখিয়ে দেওয়া হয়।