রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার ,
নীলফামারী ডোমারে চালের আড়ৎ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক চাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে ডোমার বাজারস্থ চাউলের আড়ৎ এ পন্যে পাটজাতমোড়কের বাধ্যকতা মূলক ব্যবহার আইন না মেনে প্লাস্টিকজাত(প্লাস্টিক বস্তা) পন্যে ব্যবহার করা ও বাজারজাত করার অপরাধে চাল ব্যবসায়ী সমর সাহাকে পন্যে পাটজাত মোড়কের বাধ্যকতা মূলক আইন ২০১০এর ৪ ধারায় ১০হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা।