ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
এনআইডি সার্ভারের আওতায় না আসায় ভূমি নিবন্ধনে চলছে জালিয়াতি।

এনআইডি সার্ভারের আওতায় না আসায় ভূমি নিবন্ধনে চলছে জালিয়াতি।

ঢাকা প্রতিনিধি,

সরকারি-বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান নাগরিকের পরিচয় যাচাইকরণ ও অনিয়ম বন্ধে  ব্যবহার করছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ভাণ্ডার। কিন্তু গুরুত্বপূর্ণ দফতর হয়েও ভূমি মন্ত্রণালয় এর আওতায় আসেনি এখনও। আর এ সুযোগে সহজেই দুস্কৃতিকারীরা অন্যের সম্পত্তি হাতিয়ে নিচ্ছে। ভুয়া জাতীয় পরিচয়পত্র বানিয়ে একজনের সম্পত্তি অন্যজন লিখে নেওয়ার অনেক অভিযোগ আসছে। এমনকি অন্যের সম্পত্তি নিজের নামে নিবন্ধন করে নিয়ে বিক্রি করে দেশত্যাগও করছে অনেকে।ভুক্তভোগীরা প্রায়ই ইসিতে আসছেন দুষ্কৃতিকারীদের পরিচয় শনাক্ত করতে। মূলত, ভুয়া তথ্য-উপাত্ত দিয়ে যে নিজের সম্পত্তি লিখে নেওয়া হয়েছে, তা প্রমাণ করার জন্যই তারা প্রত্যয়ন নিতে আসেন। এমনই একজন হলেন জিলহাস উদ্দীন নিপুন। চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা তিনি।ইসিতে দাখিল করা নিপুনের আবেদন থেকে জানা যায়-মোহাম্মদ সেলিম, পিতা-নুরুল ইসলাম, এনআইডি নম্বর-১৯৫৮১৫১৫৩৭৭৪৬১৪৭০। এ তথ্য এবং এর ভিত্তিতে ভুয়া ওয়ারিশনামা তৈরি করে কামরুল আনোয়ার মিলন নামের একজনকে তাদের জমি লিখে দিয়েছেন।তার অভিযোগ এ ব্যক্তি বর্তমানে ভারতে বসবাস করেন। বাংলাদেশর ভোটার নন তিনি। জমিও তার নয়। নিপুনদের কাছে জমি বিক্রি করার পর সে আবার কামরুল আনোয়ারের নামে লিখে দিয়েছেন। ক্রয় করা ভূমি উদ্ধারে নিজের পরিচয় যাচাইয়ের প্রত্যয়ন প্রয়োজন বলে আবেদন উল্লেখ করেন নিপুন।
এ বিষয়ে জানতে চাইলে ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন বাংলানিউজকে বলেন, আমাদের সঙ্গে শতাধিক সংস্থা, বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠানে সমঝোতা চুক্তি করা আছে। তারা একটি নির্দিষ্ট অর্থ পরিশোধের মাধ্যমে যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিকের তথ্য যাচাই করে নেয়। কিন্তু ভূমি অধিদফতর এ বিষয়ে কোনো যোগাযোগ করেনি। তাদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা চুক্তিও হয়নি।তিনি বলেন, আমাদের তো কোনো আপত্তি নেই। তারা চাইলে খুব সহজেই এ সেবা নিতে পারে। এতে ভূমি নিবন্ধনে জালিয়াতি বা অনিয়মও কমে যাবে।এ বিষয়ে কথা হলে এনআইডি অনুবিভাগের কমিনিউকেশন শাখার অফিসার ইনচার্জ কাজী আশিকুজ্জামান বাংলানিউজকে বলেন, ভূমি অধিদফতর আমাদের সেবা নিলে ভালো হবে। তাদের সঙ্গে বৈঠক করার জন্য মহাপরিচালকের দফতরে প্রস্তাবনা দেবো।কেন ইসির এনআইডি সার্ভার ব্যবহার করছে না, তা জানতে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারীর সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইলে কল দিয়ে পাওয়া যায়নি।বর্তমানে ১১৮টি প্রতিষ্ঠান ইসির এনআইডি সার্ভার থেকে ব্যক্তির পরিচয় যাচাই করে নিচ্ছে। এরমধ্যে রয়েছে ৬টি মোবাইল কোম্পানি, ৫৭টি বাণিজ্যিক ব্যাংক, ২৫টি আর্থিক প্রতিষ্ঠান, তিনটি বিমা কোম্পানি ও ২৩টি সরকারি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।বর্তমানে ইসির সার্ভারে ১০ কোটি ৪২ লাখ বাংলাদেশি নাগরিক এবং মিয়ানমার থেকে আসা ১১ লাখ রোহিঙ্গার তথ্য রয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST