ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর জলঢাকায় শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,উন্নয়ন সমানভাবে করা হবে, নীলফামারীতে শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু।
স্টেডিয়াম নির্মাণ করে তালা মেরে রাখা হয় – নাজমুল হাসান পাপন।

স্টেডিয়াম নির্মাণ করে তালা মেরে রাখা হয় – নাজমুল হাসান পাপন।

বিশেষ প্রতিবেদক,
স্টেডিয়াম নির্মাণ করে তালা মেরে রাখা হয় – নাজমুল হাসান পাপন।  এলাকার উন্মুক্ত মাঠে স্টেডিয়াম করার পক্ষে নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, এলাকার যেকোনো উন্মুক্ত মাঠে এলাকার ছেলেরা স্বাধীনভাবে বিভিন্ন খেলাধুলা করে থাকে। সেখানে স্টেডিয়াম নির্মাণ করে তালা মেরে রাখা হয়।খেলাধুলা করতে পারে না এলাকার কেউ প্রবেশ করতে পারে না, । এতে কল্পনাতীত ক্ষতি হচ্ছে। স্টেডিয়ামের চেয়ে খেলার মাঠ বেশি প্রয়োজন।সম্প্রতি সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকে তিনি এসব কথা বলেন। কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পাপন ছাড়াও প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং, এ এম নাঈমুর রহমান দুর্জয় ও জাকিয়া তাবাসসুম অংশ নেন। বৈঠক জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনায় স্টেডিয়াম নির্মাণের প্রসঙ্গ ওঠে আসে। পাপনের বক্তব্যের আগে সভাপতির আহ্বানে ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম (পাওয়ার পয়েন্টের মাধ্যমে) ক্রীড়া পরিষদের ভূমিকা, ভিশন ও মিশন, পরিচালনা কমিটি, জনবল, কার্যাবলি, সাম্প্রতিক সময়ে ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য, চলমান প্রকল্প এবং প্রস্তাবিত প্রকল্পসমূহ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন বিষয়ে কমিটিকে অবহিত করেন।কমিটির সভাপতি কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদ বলেন, ফিজিবিলিটি স্টাডি করার সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।এরপর কমিটির সভাপতি কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্রুত নির্মাণের পরামর্শ দেন।এ সময় নাজমুল হাসান পাপন বলেন, এলাকার যেকোনো উন্মুক্ত মাঠে এলাকার ছেলেরা স্বাধীনভাবে বিভিন্ন খেলাধুলা করে থাকে, সেখানে স্টেডিয়াম নির্মাণ করে তালা মেরে রাখা হয়। এলাকার কেউ প্রবেশ করতে পারে না, খেলাধুলা করতে পারে না। এতে কল্পনাতীত ক্ষতি হচ্ছে।প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক ফুটবল এবং ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করার জন্য সব রকম প্রস্তুতির অনেক ধাপ এগিয়ে গেছে। প্রতিটি সংসদীয় এলাকায় ৩টি করে উন্মুক্ত পূর্বের মাঠ এবং এর চার পাশে ওয়াকওয়ে ও ড্রেন তৈরি করে খেলাধুলার উপযুক্ত করে দেয়ার প্রকল্প হাতে নেয়া হয়েছে।সভাপতি খেলার উপযোগী যে স্টেডিয়ামগুলো তালাবন্ধ সেগুলো উন্মুক্তভাবে খেলার জন্য খুলে দেয়ার পরামর্শ দেন।জাতীয় দলের সাবেক ক্রিকেটার এম নাইমুর রহমান দুর্জয় বলেন, জেলা বা উপজেলার জনবহুল এলাকায় ভিন্ন মাঠ থাকা সত্ত্বেও খেলার মাঠগুলো সারা বছর রাজনৈতিক প্রগ্রামসহ গান-বাজনা, বিভিন্ন অনুষ্ঠান, প্যান্ডেল, মেলা, স্টল করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এ জন্য বিধিনিষেধ হওয়া একান্ত প্রয়োজন। জেলা ক্রীড়া সংস্থাগুলো শুধুমাত্র খেলাধুলার কাজে ব্যবহার হয় সে জন্য নজরদারির আওতায় আনা প্রয়োজন।সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী তার এলাকার তিনটি উপজেলার ৭টি মাঠ সংস্কারের কাজ করা হয়েছে উল্লেখ করে মাঠ সংস্কারের জন্য ন্যূনতম ৫ লাখ টাকা বরাদ্দ করার জন্য প্রস্তাব করেন তিনি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST