পাবনা প্রতিনিধি ,
ট্রাকের ধাক্কায় আরেক ট্রাক চালক নিহত ।পাবনার ঈশ্বরদীতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাহাপুর নতুন হাট মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।এ বিষয় পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, পাবনা থেকে ধান নিয়ে একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পেছনের ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।