নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গণ সাহয্য সংস্থার অডিটোরিয়ামে সৈয়দপুর রপ্তানীমুখী তৈরি পোষাক শিল্প সমিতির সদস্যদের নিয়ে কৌশলগত ও ক্লাষ্টার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া
দিন ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেন ট্রেইড ক্রাপ্ট নামক একটি এনজিও। প্রশিক্ষন চলাকালীন সময় উপস্থিত ছিলেন ট্রেইড ক্রপ্টের কান্ট্রি ডাইরেকটার সাহেদ ফিরদৌস ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাহিদা সিমা মৌরী। এই প্রশিক্ষণে রপ্তানীমুখী তৈরি পোষাক শিল্পের প্রায় ১শ জন সদস্য দুই দিন ব্যাপী প্রশিক্ষনে অংশ গ্রহন করবেন।