ঘোষনা:
শিরোনাম :
ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামে ঘোষণা দিয়ে হত্যা, গ্রেফতার ৪  প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে সর্বস্তরে উন্নয়ন হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন সাতক্ষীরার কলারোয়ায় শ্যালকের ঘরে পেট্রোলের আগুন, অগ্নিদগ্ধ-৩, আটক -১ ডিমলায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে ইপিজেড হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন। চট্টগ্রামে ছুরিকাঘাতে নাইটগার্ড নিহত নীলফামারীতে ভুয়া পরীক্ষার্থী আটক।
ডোমারে শিশু অমিত কে বাচাঁতে বাবা মায়ের আকুতি ।

ডোমারে শিশু অমিত কে বাচাঁতে বাবা মায়ের আকুতি ।

 

নীলফামারী প্রতিনিধি,

যখন বই হাতে স্কুলে যাওয়ার কথা অমিতের,যখন বন্ধুদের সাথে খেলতে যাওয়ার কথা ছিল অমিতের সেই সময় দুরারোগ্য ব্যাধির করাল গ্রাসে ফুটফুটে অমিতের জীবন প্রদীপ আজ নিভে যেতে বসেছে। আপনাদের সামান্য সহযোগীতায় বেচেঁ যেতে পারে অমিতের জীবন। লেখাপড়ার শুরুতেই কিডনীরোগে আক্রান্ত হয়ে জীবনের সাথে যুদ্ধ করছে সে। হতদরিদ্র পিতার একমাত্র আদরের সন্তানকে বাঁচাতে ইতিমধ্যে তাদের সর্বস্ব খুইয়ে আজ তারা সর্বশান্ত। এখন তাদের ভরসা বিত্ত্বশালী স্বহৃদয়বান ব্যক্তিদের উপর। আপনাদের একটু সহানুভুতিই বাঁচাতে পারে শিশু অমিত (১০) এর জীবন। সে বর্তমানে কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নেপ্রলজি শাখায় ড. ওলিয়ার রহমানের চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন। অমিতের পিতা ডোমার পৌর এলাকার ছোটরাউতা সাহাপাড়া গ্রামের দয়াল ভৌমিক। দিনে আনে দিনে খায় তাদের পরিবার। তারপরও দরিদ্র বাবা তাদের সর্বচ্চটুকু বেচেঁ তার সন্তান অমিতকে বাচাতে সব রকম চেষ্টা চালিয়ে আসছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা করে আমি এখন নিস্ব। কোন সহৃদয়বান ব্যাক্তি আমার শিশুটিকে বাঁচাতে সাহায্য করলে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো। আমি প্রধান মন্ত্রিসহ দেশের সকল বিত্ত্বশালী ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করছি। আপনাদের সাহায্য ও সহযোগিতায় ফিরে পেরে পারি আমার সন্তানের জীবন। এ বিষয়ে মোবাইল নম্বর-০১৭৭৪-৭২৬৩০৮, অথবা ছোটরাউতা সাহাপাড়া,পৌরসভা,ডোমার, নীলফামারী এই ঠিকানায় যোগাযোগের অনুরোধ করেন শিশু অমিতের পরিবার।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST