জলঢাকা প্রতিনিধি,
নীলফামারীর জলঢাকায় প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৪৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কার্যালয়ে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানী,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন সাওয়ার্দি টিটু, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম,শিক্ষক সমিতির সাবেক সভাপতি জহুরুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজার রহমান প্রমূখ।