বগুড়া প্রতিনিধি ,
বগুড়ার মহাস্থান ইসলামী ব্যাংকের অদূরবর্তী স্থানে বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টায় ঢাকা-রংপুর মহাসড়কে মীম ঔশী নামের একটি বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এঘটনায় স্থানীয় এলাকাবাসীরা প্রায় ১০মিনিটের চেষ্টায় আগুন নেভায়। বাসযাত্রী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মিম ঔশী পরিবহনের একটি বাস প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুুর যাচ্ছিলেন। এসময় বাসটি মহাস্থান এলাকায় পৌঁছলে হঠাৎ বাসটির যান্ত্রিক আসন থেকে আগুনের ধোয়া উড়ে উঠতে শুরু করলে যাত্রীরা আতঙ্কে চিৎকার দেয়। চিৎকারে বাসের চালক-সহকারীসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হয়। পরে যাত্রীরা আতঙ্কে দিক-সেদিক ছোটাছুটি করে। এসময় স্থানীয়রা দ্রুত ছুটে এসে পাশের একটি বয়লার মুরগীর দোকানের সাপ্লাইয়ের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ওই বাসের যাত্রীরা জানায়, সম্ভবত বাসের ওয়ারিং থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটেছে।