স্টাফ রিপোর্টার ,
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় তথ্য আপার সেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক হয়। বৈঠকের একটাই
প্রতিপাদ্য ‘শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়’বৈঠকে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে তথ্য সেবা কর্মকর্তা মাসুদা আক্তারের সঞ্চালায় উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা এর সভাপতিত্বে এ বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কেএম আবু রায়হান,স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন,তথ্য সহকারী কর্মকর্তা জিন্নাত বিপাশা ও রেজিনা মোবাস্বিরা প্রমুখ।বৈঠকে বক্তরা,মহিলাদের বাল্য বিবাহ,স্বাস্থ্য সেবা,সন্ত্রাস,মাদক, তথ্য প্রযুক্তি সেবা,জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। উক্ত উঠান বৈঠকে তৃণমূলের ৫০ জন নারী,স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সভাপতির বক্তব্যে বলেন, ডিজিটাল সেবা নিয়ে অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে। আর এ সেবাগুলো মহিলাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় সরকার এ তথ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে।খবর বিজ্ঞপ্তি ।