নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীতে অত্যাধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান এ আর জেনারেল হসপিটালের যাত্রা শুরু হয়েছে ।
গত বুধবার রাতে শহরের সরকারী কলেজ রোডে এর উদ্বোধন অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিম উদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সাবেক সফল সংস্কৃতিক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান কামাল আহমেদ মেয়র নীলফামারী পৌরসভা ও সভাপতি জেলা আওয়ামীলীগ নীলফমারী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু,জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধন বাপ্পিসহ আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হসপিটালের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন,মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
পরে ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে হসপিটালের উদ্বোধন করেন সাবেক সফল সংস্কৃতিক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।