ঘোষনা:
প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে আলো’র মিছিল ও সমাবেশ ।

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে আলো’র মিছিল ও সমাবেশ ।

নীলফামারী প্রতিনিধি,

নীলফামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী দূর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আলো’ ও স্হানীয় মুক্তিযোদ্ধারা।গতকাল শনিবার(১৯অক্টোবর)সকালে নীলফামারী ট্রাফিক মোড় থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালের
সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।আলো’র সাধারন সম্পাদক মাহমুদ আল হাসান রাফিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আলো’র প্রধান উপদেষ্টা নীলফারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা বাবু বঙ্কু বিহারী রায়,জেলা আ’লীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।প্রধানমন্ত্রীর দূর্নীতির বিরুদ্ধে শুন্য শহনশীলতা নীতি গ্রহন ও তার বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আলো নীলফামারী জেলা জুড়ে দূর্নীতি ও মাদক বিরোধী সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে। আমারা চাই সারাদেশের ন্যায় নীলফামারী জেলায় এই শুদ্ধি অভিযান পরিচালনা করা হোক।নীলফামারী জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাগন, আলোর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উক্ত মিছিলে অংশগ্রহণ করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST