কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি,
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে এসে ৩দিন ধরে অবস্থ্যন করছিল কলেজপুড়–য়া প্রেমিকা। কিন্তু প্রেমিক পলাতক থাকায় এখন সাবেক চেয়ারম্যান আয়ুব আলীর বাড়ীতে অবস্থ্যন করেছে ওই প্রেমিকা। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা নগর বন গ্রামে।
আকাশী (ছদ্ম নাম) জানায়, উত্তর চাঁদখানা নগর বন গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল আলীম বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সর্ম্পক গড়ে তোলে পার্শ্ববতী বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের কলেজ পড়–য়া মেয়ের সাথে। দেড় বছরের প্রেমের সর্ম্পকে আলীম একাধিকবার দৈহিক সর্ম্পকও করে। কিন্তু বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাতে দেখিয়ে সময়ক্ষেপন করে প্রতারক প্রেমিক। প্রেমিকের উদ্দেশ্য বুঝতে পেরে গত ১৭ অক্টোবর বিয়ের দাবিতে আলেিমর বাড়ীতে আসে মেয়েটি। কিন্তু প্রেমিক পালিয়ে যাওয়ায় ও তার বাবা মায়ের দৈহিক নির্যাতনে গত ১৯ অক্টোবর সাবেক চেয়ারম্যান আইয়ুব আলীর বাড়ীতে এসে অবস্থান নেয়।
সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী জানায় ছেলে পক্ষকে ঘটনাটি মিমাংসা করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দু/একদিনের মধ্যে সমাধা হবে।