রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার,
ইউনিয়ন পরিষদের স্টান্ডিং কমিটিসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন অবকাঠামোতে যুব শক্তিকে কাজে লাগাতে যুব অর্ন্তভুক্তকরণ শীর্যক সংলাপ নীলফামারী ডোমারে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার(২০ অক্টোবর) সকালে উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস)একশন ফর ইম্প্যাক্ট প্রকল্পের আয়োজনে উপজেলার গোমনাতী ইউনিয়ন পরিষদ হলরুমে গোমনাতী ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে যুব অর্ন্তভুক্তকরণ শীর্যক সংলাপে উপস্থিত ছিলেন,উদয়াঙ্কুর সেবা সংস্থার ফিল্ড ফেসিলেটেটর আমিনুর রহমান। এছাড়াও গোমনাতী ইউনিয়নের মহিলা সদস্য রুবী আক্তার,রুবি বেগম,আমেনা বেগম,ইউপি সদস্য সফিকুল ইসলাম,জাহিদুল ইসলাম,ফারুক হোসেন,এনছার আলী,যুব সংগঠনের সদস্য নাছরিন আফরোজ প্রমূখ। যুব সংগঠনের সদস্য বনজিনা বেগমের উপস্থাপনায় বক্তরা দেশের মোট জনশক্তির বড় একটি অংশ যুবশক্তিকে তৃনমূল পর্যায়ে কাজে লাগানোর আলোচনা করেন।